[email protected] বৃহঃস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
২২ কার্তিক ১৪৩২

নির্বাচনের দিনই গণভোট, সাফ জানালেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫ ৯:০৬ পিএম

সংগৃহীত ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে—এর আগে বা পরে নয়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে যশোরের ঐতিহাসিক টাউন হল ময়দানে বিএনপির সাবেক মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “১৭ অক্টোবর সংস্কার বিষয়ে আমরা সব রাজনৈতিক দল সই করেছি। যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলোকেই সামনে রাখতে হবে। এখন নতুন নতুন প্রস্তাব এনে মতানৈক্য তৈরি করা উচিত নয়; এসব বিষয় সংসদীয় বিতর্কের মাধ্যমে সমাধান হতে পারে।”

উপদেষ্টাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আমাদের কি হাতের খেলনা মনে হয়? ৮৩ কোটি টাকা খরচ করে ঐকমত্য কমিশন গঠন করলেন, কিন্তু ফল কী? আমরা সব সময় মতামত দিয়েছি, এখন আবার নতুন করে প্রস্তাব আনা হচ্ছে। এটা পক্ষপাতদুষ্ট আচরণ।”

বিএনপি মহাসচিব বলেন, “অনেক ত্যাগ-সংগ্রামের পর আজ ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটেছে। এখন কেউ দেশকে আবার অস্থিতিশীল করতে চাইলে জনগণ তা মেনে নেবে না।”

তিনি আরও বলেন, “কিছু রাজনৈতিক দল অযথা অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করে নির্বাচনের আগে গোলযোগের চেষ্টা করছে। এখন দেশে একটি গণতান্ত্রিক পরিবেশের সুযোগ এসেছে, একে নষ্ট করার অপচেষ্টা সফল হবে না।”

দলীয় অবস্থান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “বিএনপি কোনো ভেসে আসা দল নয়, এটি জনগণের গড়া দল—স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের দল, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দল। তাই কোনো হুমকিতে আমরা পিছপা হব না।”

প্রয়াত তরিকুল ইসলামকে স্মরণ করে তিনি বলেন, “তরিকুল ইসলাম ছিলেন জনগণের প্রকৃত বন্ধু ও একজন দেশপ্রেমিক নেতা। তিনি আজ বেঁচে থাকলে ফ্যাসিস্ট শাসনের অবসান দেখে যেতে পারতেন। জাতি তার অবদান চিরকাল স্মরণ করবে।”

স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতা অমলেন্দু দাস অপু, মফিকুল হাসান তৃপ্তি, ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, সাবিরা সুলতানা মুন্নী, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।
মঞ্চে উপস্থিত ছিলেন তরিকুল ইসলামের সহধর্মিণী ও কেন্দ্রীয় নেতা অধ্যাপক নার্গিস বেগম, এবং তার ছেলে, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ আসনের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতসহ দলের স্থানীয় নেতারা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর