[email protected] বৃহঃস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
২২ কার্তিক ১৪৩২

বিএনপির মনোনয়ন বঞ্চিতদের এনসিপিতে স্বাগত জানালেন হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫ ৭:০৫ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপির যেসব নেতা মনোনয়ন পাননি—

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপির যেসব নেতা মনোনয়ন পাননি, কিন্তু বাংলাদেশপন্থায় বিশ্বাস করেন এবং ২০২৪ পরবর্তী বাংলাদেশের পুনর্গঠনে ভূমিকা রাখতে আগ্রহী—তাদের এনসিপিতে স্বাগত জানানো হবে। তাঁর মতে, কে জিতবে বা হারবে সেটা মুখ্য নয়; বরং নির্বাচন ব্যবস্থার জয় নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য।

বুধবার (৫ নভেম্বর) চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এনসিপির যৌথ সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা এমন এক ক্ষমতাকেন্দ্রিক গোষ্ঠীর বিরুদ্ধে লড়ছি, যারা নিজেদের দলের নেতাকর্মীকেও হত্যা করতে পিছপা হয় না। যারা সহিংসতার রাজনীতি থেকে দূরে থাকতে চান, তারা যেন নিজেদের সম্ভাবনা নষ্ট না করেন।”

তিনি আরও বলেন, “মানুষের মনে ভয় আছে—ভোট দিতে পারবে কি না। কিন্তু আমরা বলি, গণতন্ত্রের বিজয় কেউ থামাতে পারবে না। যারা ব্যালটের পরিবর্তে বুলেটের পথে গেছে, তাদের জবাবদিহির মুখোমুখি হতে হবে।”

আসন ভাগাভাগি প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, “রাজনীতি রাজনীতির জায়গায়ই করতে হবে, সাংবাদিকতা সাংবাদিকতার জায়গায়। মিডিয়ার আড়ালে রাজনীতি করে কোনো দলকে কলঙ্কিত করা ঠিক নয়।”

তিনি আরও যোগ করেন, “এনসিপি কোনো জোটভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী নয়। তবে কেউ যদি ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে যুক্ত হতে চান, আমরা তা স্বাগত জানাব। কিন্তু আসন ভাগাভাগির রাজনীতি আমাদের উদ্দেশ্য নয়। আমাদের সংসদ রাজপথে, আমাদের শক্তি জনগণ, আর আমাদের মূল পুঁজি রাজনৈতিক সততা।”

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর এনসিপির প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দিন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর