[email protected] বুধবার, ৫ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২

প্রধান উপদেষ্টার কাছে জামায়াতসহ ৮ দলের স্মারকলিপি বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫ ৮:১২ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিতে যাচ্ছে জামায়াতসহ সমমনা আটটি রাজনৈতিক দল।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে এই স্মারকলিপি প্রদান করা হবে।

স্মারকলিপি দিতে যাওয়া দলগুলো হলো—
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং ডেভেলপমেন্ট পার্টি।

এর আগে গত সোমবার (৩ নভেম্বর) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি আদায়ে এ কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী’র নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন,

“আমরা যে ঐকমত্যে পৌঁছেছিলাম, তাতে হঠাৎ একটি দল বিরোধিতা করছে। আমরা আশা করি, তারা তাদের অবস্থান পরিষ্কার করবে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণভোট আগে বা পরে করে কোনো লাভ নেই। বরং গণভোটের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। কারণ নির্বাচনের দিন ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটে মানুষের মনোযোগ থাকবে না।”

মামুনুল হক বলেন,

“বাংলাদেশ এখন ত্রয়োদশ সংসদ নির্বাচনের দ্বারপ্রান্তে। তবে জুলাই সনদ নিয়ে জনগণের যে প্রত্যাশা, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখনো বাস্তবে রূপ নেয়নি। আমাদের আট দলের পাঁচ দফা দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন,

“আমরা দীর্ঘদিন ধরে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবি জানিয়ে আসছি। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। জাতীয় নির্বাচনের আগেই পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজন করতে হবে। এছাড়া আরপিও (Representation of the People Order) সংশোধন করা হলে আমরা তা গ্রহণ করব না—আরপিও আগের মতোই রাখতে হবে।”

মামুনুল হক আশা প্রকাশ করে বলেন,

“আলোচনা ও সমঝোতার মাধ্যমে রাজনৈতিক অচলাবস্থার সমাধান সম্ভব। ইনশাআল্লাহ, জুলাই সনদের আইনি ভিত্তির ওপর দাঁড়িয়েই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর