[email protected] বুধবার, ৫ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২

যারা নতুন করে রাজনীতি করতে চান, যোগাযোগ করুন : ভিডিও বার্তায় নাহিদ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫ ৬:৫০ এএম

নতুন রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনুষ্ঠানিকভাবে নিবন্ধন পেয়েছে। নির্বাচন কমিশন দলটিকে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ করেছে। নিবন্ধন পাওয়ার পর দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, “জাতীয় নাগরিক পার্টি সবার জন্য—যারা নতুনভাবে রাজনীতি করতে চান, যারা বাংলাদেশকে ভিন্ন দৃষ্টিতে গড়ে তুলতে চান, তারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন।” দলটির নেতাদের দাবি, এনসিপি হবে সাধারণ মানুষের

 


তিনি ভিডিও বার্তায় বলেন, জাতীয় নাগরিক পার্টির সারাদেশের নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দকে জানাই সালাম এবং আন্তরিক শুভেচ্ছা। আজকে অত্যন্ত খুশির সঙ্গে আমরা আপনাদের সকলকে জানাতে পারছি যে, এনসিপি দীর্ঘদিনের চেষ্টার পর আজকে নিবন্ধন পেয়েছে। আনুষ্ঠানিকভাবে আমরা এখন থেকে একটি নিবন্ধিত রাজনৈতিক দল। শাপলা কলি মার্কায় আমরা নিবন্ধন পেয়েছি। এই নিবন্ধন পাওয়ার পেছনে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় এবং তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। সেজন্য আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে যে নেতৃত্ব একটি নতুন বাংলাদেশ প্রত্যাশা করেছিল, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা ফেব্রুয়ারি মাসে জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠা করি। জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠার পর থেকেই মার্চ মাস থেকে আমরা এই নিবন্ধনের কার্যক্রম শুরু করি। জুন মাসের দিকে আমরা আমাদের নিবন্ধনের সব কাগজপত্র জমা দিই। নির্বাচন কমিশন আমাদের সবকিছু জমা হওয়া সত্ত্বেও যে প্রত্যাশিত মার্কা ছিল শাপলা, সেটি দিতে গড়িমসি করে। তারপরে কয়েকটা মাস নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের এক ধরনের ঠান্ডা লড়াইয়ের মধ্যদিয়ে যেতে হয়। সারাদেশে আমাদের যে অফিস রয়েছে, নেতাকর্মী রয়েছে, কমিটি রয়েছে, সেগুলো নির্বাচন কমিশন পর্যবেক্ষণ করে। অবশেষে আমরা শাপলাকলি মার্কায় নিবন্ধন পেয়েছি।


নাহিদ ইসলাম বলেন, যারা এই পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন, এজন্য আন্তরিকভাবে আবারও কৃতজ্ঞতা জানাই। আমরা এই পুরোটা সময়ে মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করেছি। জুলাই পদযাত্রায় আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়েছি। মানুষের অভূতপূর্ব সমর্থন ও সাড়া পেয়েছি। সারাদেশে জুলাই সনদের পক্ষে, সংস্কারের পক্ষে জনমত তৈরি করেছি। বিচারের জন্য আমরা কথা বলে যাচ্ছি। নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। শাপলা কলি মার্কায় ইনশাআল্লাহ আমরা ৩০০ আসনে প্রার্থী দেব। জাতীয় নাগরিক পার্টি আপনার-আমার সবার দল। ফলে যারা নতুন করে রাজনীতি করতে চান, এই বাংলাদেশটাকে নতুনভাবে গড়তে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

এনসিপির আহ্বায়ক বলেন, আমরা প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি আসনে সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্ব দিচ্ছি। সারাদেশের জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম চলছে। এ মাসের মধ্যে আমরা আমাদের প্রার্থী তালিকাও চূড়ান্ত করব। ইনশাআল্লাহ শাপলা কলি মার্কায় বাংলাদেশের প্রতিটি আসনে আমরা যোগ্য, সৎ এবং দেশপ্রেমিক প্রার্থী দেব। ইনশাআল্লাহ, খুব শিগগিরই আমাদের বিজয় আসবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর