আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশের ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে শরীয়তপুরের তিনটি আসনেই ধানের শীষ প্রতীকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।
শরীয়তপুর-১ আসনে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ আসলাম, শরীয়তপুর-২ আসনে জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ এবং শরীয়তপুর-৩ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় ব্যাপক জনসংযোগ চালিয়ে আসছেন। সোমবার বিকেলে প্রার্থীদের নাম ঘোষণার পর স্থানীয় চায়ের দোকান, বাজারসহ বিভিন্ন স্থানে সাধারণ জনগণ ও নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে।
এসআর
মন্তব্য করুন: