[email protected] মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
২০ কার্তিক ১৪৩২

গণমাধ্যমে প্রকাশিত প্রার্থী তালিকা আনুষ্ঠানিক নয়: এনসিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫ ১:২১ এএম

সংগৃহীত ছবি

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সম্ভাব্য প্রার্থী তালিকা দলটির আনুষ্ঠানিক নয় বলে জানিয়েছে দলটি।

সোমবার (৩ নভেম্বর) এক মুঠোফোন বার্তায় এনসিপির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত বলেন,, গণমাধ্যমে যে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে, তা দলের কোনো আনুষ্ঠানিক ফোরামে অনুমোদিত নয়। এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এক ভিডিও বার্তায় বলেন, “প্রার্থী তালিকা নিয়ে কাজ চলছে।

আগামী এক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করা হবে। বর্তমানে প্রচারিত তালিকাগুলো অনুমাননির্ভর ও অনানুষ্ঠানিক।”

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে অনানুষ্ঠানিক তালিকা প্রচার করায় অসন্তোষ প্রকাশ করেছেন এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে।

নির্বাচনের তফসিল আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করার কথা রয়েছে, এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর