[email protected] মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
২০ কার্তিক ১৪৩২

চাঁদপুর-১ আসনে বিএনপির প্রার্থী মিলন, কচুয়ায় আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫ ৯:৪৬ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও দলের কেন্দ্রীয় নেতা ড. আ ন ম এহছানুল হক মিলন।

দলীয় প্রার্থী ঘোষণা হওয়ার পর সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে বিজয় মিছিল ও আনন্দ উল্লাসে মেতে ওঠেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মিছিল থেকে নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থী ড. মিলনের পক্ষে স্লোগান দেন এবং তাঁকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এর আগে সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ ব্রিফিংয়ে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেন।
তিনি জানান, “যেসব আসনে প্রার্থী ঘোষণা হয়নি, সেগুলো পরবর্তীতে জানানো হবে। পাশাপাশি কিছু আসন শরিকদের জন্য ছেড়ে দেওয়া হবে।”

ড. আ ন ম এহছানুল হক মিলন ১৯৯৬ থেকে ২০০৬ পর্যন্ত দুই মেয়াদে চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ছিলেন। ২০০১ সালের তৎকালীন চারদলীয় জোট সরকারের সময়ে তিনি শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং নকলবিরোধী কার্যক্রম পরিচালনায় দেশজুড়ে প্রশংসা অর্জন করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর