[email protected] মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
২০ কার্তিক ১৪৩২

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫ ৮:১৯ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকায় নেই ব্যারিস্টার রুমিন ফারহানার নাম।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রকাশিত তালিকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার নাম অনুপস্থিত থাকায় বিষয়টি দলের ভেতর ও বাইরে আলোচনার জন্ম দিয়েছে।

রুমিন ফারহানা এর আগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন। তবে এবারের নির্বাচনে তার নির্বাচনী এলাকা হিসেবে বিবেচিত ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের মধ্যে চারটিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, বাকি ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন আপাতত খালি রাখা হয়েছে।

দলীয় সূত্র জানায়, সমন্বিত জোটের প্রার্থী এবং কিছু আসনে কৌশলগত সমঝোতার কারণে এখনও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হয়নি। পরবর্তী ধাপে এসব আসনে প্রার্থী নির্ধারণের সম্ভাবনা রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর