প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে এক ঘণ্টার বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ গ্রহণে তাদের কোনো আপত্তি নেই।
শনিবার (২ নভেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের সদ্য প্রকাশিত নতুন প্রতীক তালিকার পর সংশোধিত আবেদনে এনসিপি শাপলা, লাল শাপলা ও শাপলা কলি—এই তিনটি প্রতীক অন্তর্ভুক্ত করে।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,
“শাপলা কলি প্রতীকটি ইতোমধ্যেই জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ ও শাপলা কলির মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই।”
তিনি আরও জানান,
“দেশের সব ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি। আমরা এককভাবেই নির্বাচনে অংশ নেব। জামায়াত যদি ধর্মীয় ফ্যাসিবাদ ত্যাগ করে এবং বিএনপি চাঁদাবাজি ছেড়ে সংস্কারের পথে আসে, তখনই কেবল জোটের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।”
সম্প্রতি বিএনপি ও জামায়াতের সঙ্গে এনসিপির সম্ভাব্য জোট নিয়ে গুঞ্জন ছড়ালেও দলটির নেতারা সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপির ‘শাপলা কলি’ প্রতীক গ্রহণের আগ্রহ ও জনমতের প্রতিক্রিয়া ইঙ্গিত দিচ্ছে—নতুন এই দলটি আসন্ন নির্বাচনে একটি ভিন্নধারার প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারে।
এসআর
মন্তব্য করুন: