[email protected] সোমবার, ৩ নভেম্বর ২০২৫
১৯ কার্তিক ১৪৩২

শাপলা কলি’ প্রতীক নিতে সম্মত এনসিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫ ৫:১৮ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন জাতীয় নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীক গ্রহণে সম্মতি জানিয়েছে।

দলটি নির্বাচন কমিশনের তালিকা থেকে শাপলা, সাদা শাপলা এবং শাপলা কলি — এই তিনটি প্রতীককে অগ্রাধিকার দিয়ে আবেদন করেছে।

রোববার (২ নভেম্বর) বিকেল ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করতে আগারগাঁওয়ে ইসি ভবনে প্রবেশ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জহিরুল ইসলাম মুসা বলেন, “গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন নতুন প্রতীক তালিকা প্রকাশ করেছে, যেখানে ‘শাপলা কলি’ যুক্ত হয়েছে। আমরা আজ ইসির তালিকা থেকে তিনটি প্রতীক— শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি— পছন্দক্রমে আবেদন করেছি। এর মধ্যে ‘শাপলা কলি’ পেলে আমরা তা গ্রহণ করব।”

তিনি আরও বলেন, “আমাদের প্রস্তাব বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন চাইলে এনসিপির প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ অনুমোদন করতে পারে।”

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন রাজনৈতিক দলের প্রতীকের তালিকা সংশোধন করে ‘শাপলা কলি’ প্রতীক অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর