[email protected] সোমবার, ৩ নভেম্বর ২০২৫
১৯ কার্তিক ১৪৩২

ফের জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫ ৪:০৪ পিএম

আবারও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।

আবারও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।

২০২৬–২০২৮ মেয়াদের জন্য তাকে দলের নতুন আমির হিসেবে ঘোষণা করা হয়েছে।

রোববার (২ নভেম্বর) দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম শনিবার রাতে আমির নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

তথ্য অনুযায়ী, গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের রুকনদের (সদস্যদের) অংশগ্রহণে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে শনিবার রাতে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফলে দেখা যায়, ২০২৬–২০২৮ কার্যকালের জন্য সর্বাধিক ভোট পেয়ে পুনরায় দলের আমির নির্বাচিত হন ডা. শফিকুর রহমান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর