[email protected] রবিবার, ২ নভেম্বর ২০২৫
১৭ কার্তিক ১৪৩২

জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে জাহিদ-বাকের, বাদ কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫ ২:৪৫ এএম

জাহিদ ও বাকের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কেন্দ্রীয় কমিটিতে সভাপতি হয়েছেন জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন আবু বাকের মজুমদার।

শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১০টায় এই দুই কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) থেকে নাম পরিবর্তনের এক সপ্তাহের মাথায় ছাত্রশক্তির চার সদস্যের কেন্দ্রীয় কমিটি ও তিন সদস্যের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা করা হলো।

নতুন কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার—দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জাহিদ আগে বাগছাসের কেন্দ্রীয় সদস্যসচিব এবং বাকের সংগঠনটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

চার সদস্যের আংশিক কমিটিতে সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তৌহিদ মো. সিয়াম, আর সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহির আলম। সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটিতে সভাপতি হয়েছেন তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী এবং সাধারণ সম্পাদক আল আমিন সরকার।

সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. সাইফুল্লাহকে। তাঁদেরকেও সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর