তরুণ নেতৃত্বনির্ভর রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
দলটির সূত্র জানিয়েছে, ইতোমধ্যে ১৭০টি আসনে প্রার্থীর একটি খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হতে হবে— এমন অবস্থান নিয়েই এনসিপি দেশব্যাপী নির্বাচনী কার্যক্রম জোরদার করেছে।
এনসিপিকে জোটে টানতে বিএনপি ও জামায়াত উভয়ই আগ্রহ দেখালেও সাম্প্রতিক সময়ে জামায়াতের সঙ্গে দূরত্ব বেড়েছে দলটির। দুই দলের শীর্ষ নেতাদের পরস্পরবিরোধী বক্তব্যে এ অবস্থান স্পষ্ট হয়েছে। এনসিপির শীর্ষপর্যায়ের একটি অংশ জামায়াতের সঙ্গে জোট বা নির্বাচনী সমঝোতার বিরোধিতা করছে।
দলের একটি সূত্র জানায়, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গড়া এই দলটি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে চায়। যদিও জোট গঠনের পরিকল্পনা নেই, তবু রাজনৈতিক বোঝাপড়া ও অভিন্ন এজেন্ডার ভিত্তিতে কিছু আসনে সমন্বিত প্রার্থী মনোনয়ন হতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক যুগ্ম আহ্বায়ক বলেন, “নিজেদের সঙ্গে জোট না করলেও বিএনপি চায় এনসিপি যেন কোনোভাবেই জামায়াতের সঙ্গে না যায়। এ লক্ষ্যে অন্তত ২০টি আসনে সমঝোতার প্রস্তাব দিয়েছে বিএনপি।” তিনি আরও জানান, বিএনপি সরকার গঠন করতে পারলে এনসিপির প্রতিনিধি মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে বলেও আলোচনা চলছে।
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, “আগামী নির্বাচনে স্বাধীন অবস্থানে থাকার বিষয়ে দলের বেশির ভাগ নেতাকর্মী মত দিয়েছেন। ‘আসন সমঝোতা’ শব্দটির সঙ্গেও আমরা একমত নই। তবে ঐক্য ও রাজনৈতিক বোঝাপড়ার ভিত্তিতে প্রার্থী মনোনয়ন হতে পারে।”
দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির আহ্বায়ক ও জুলাই গণ-অভ্যুত্থানের ‘এক দফা’ ঘোষক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, চিকিৎসক ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন ও নাহিদা সারোয়ার নিভাসহ একাধিক শীর্ষ নেতা ঢাকা ও আশপাশের আসন থেকে নির্বাচনে লড়বেন।
এছাড়া সদস্য সচিব আখতার হোসেন (রংপুর), কেন্দ্রীয় নেতা সারজিস আলম (পঞ্চগড়) এবং হাসনাত আবদুল্লাহ (কুমিল্লা) থেকেও প্রার্থী হচ্ছেন। দলের উপদেষ্টা পরিষদের দুই সাবেক ছাত্রনেতা সম্প্রতি এনসিপিতে যোগ দিয়েছেন; তাদের জন্য দলীয় পদ ও সংসদীয় আসনও প্রাথমিকভাবে নির্ধারিত হয়েছে।
সূত্রের তথ্য অনুযায়ী, ঢাকা অঞ্চলে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন—
নাহিদ ইসলাম (ঢাকা-৯ বা ১১), আরিফুল ইসলাম আদিব (মিরপুর), ডা. তাসনিম জারা (ঢাকা-৩), আকরাম হোসেন (মোহাম্মদপুর), রাসেল আহম্মেদ (ঢাকা জেলা), এসএম শাহরিয়ার ও নিজাম উদ্দিন (ঢাকা-৪ ও ৫), আলাউদ্দিন মোহাম্মদ (ঢাকা-১৭), ফয়সাল মাহমুদ শান্ত (ঢাকা-১৯) ও আসাদুল ইসলাম মুকুল (ঢাকা-২০)।
দলের নেতারা বলছেন, তরুণ নেতৃত্ব, স্বচ্ছ রাজনীতি ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাই এনসিপির মূল লক্ষ্য।
এসআর
মন্তব্য করুন: