সরকারি ও বেসরকারি অফিসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর বিধান বিলুপ্ত না হওয়ায় তীব্র ক্ষোভ জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রতিক্রিয়া জানান।
মির্জা ফখরুল বলেন, “প্রিন্টেড কপি হিসেবে জুলাই জাতীয় সনদ হাতে পাওয়ার পর আমরা বিস্মিত হয়েছি। ঐকমত্যের ভিত্তিতে যেসব দফায় পরিবর্তনের বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছিল, সেগুলোর কিছু অংশ অগোচরে সংশোধন করা হয়েছে।”
তিনি অভিযোগ করেন, “উদাহরণস্বরূপ—বঙ্গবন্ধুর ছবি বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসে টাঙানোর বিধান [অনুচ্ছেদ ৪(ক)] বিলুপ্ত করার বিষয়টি চূড়ান্ত সনদে অন্তর্ভুক্ত করা হয়নি, যদিও প্রায় সব রাজনৈতিক দল এই প্রস্তাবে সম্মতি জানিয়েছিল।”
বিএনপি মহাসচিব আরও বলেন, “একইভাবে সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদের পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিল বিলুপ্ত করার প্রস্তাবেও প্রায় সব দল ঐকমত্যে পৌঁছেছিল। কিন্তু সনদের চূড়ান্ত সংস্করণে সেটি পরিবর্তন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।”
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: