[email protected] বৃহঃস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
১৫ কার্তিক ১৪৩২

বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো এহসানুল হক মিলনকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫ ৭:২৪ পিএম

সংগৃহীত ছবি

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ইমিগ্রেশন কর্মকর্তারা জানিয়েছেন, তার বিরুদ্ধে চলমান ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে।

তবে বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানিয়ে এহসানুল হক মিলন বলেন, “আমি ভুলবশত পুরোনো পাসপোর্ট নিয়ে গিয়েছিলাম।

ওই পাসপোর্টে আমার নামের ‘মিলন’ অংশটি উল্লেখ ছিল না। পাসপোর্টজনিত বিভ্রান্তির কারণেই আমাকে ফেরত পাঠানো হয়েছে। আমি রাতের ফ্লাইটে ব্যাংকক যাচ্ছি।”

আ ন ম এহসানুল হক মিলন ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসন (কচুয়া) থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

পরবর্তীতে ২০০১ সালের নির্বাচনে পুনরায় জয়ী হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর