[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৬ কার্তিক ১৪৩২

নির্বাচন নিয়ে প্রতিশ্রুতি ভাঙলে দায় নিতে হবে ড. ইউনূসকেই : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫ ১:৫৯ পিএম

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের বিষয়ে জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ—এই প্রতিশ্রুতি ভঙ্গ হলে তার দায়ভার তাকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “জনগণ এখন নির্বাচনের অপেক্ষায়। প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়েছেন—সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই প্রতিশ্রুতি থেকে সরে আসা মানে জনগণকে প্রতারিত করা, আর এর দায় ড. ইউনূসকেই নিতে হবে।”

তিনি বলেন, “সব মতভেদ থাকা সত্ত্বেও আমরা চাই দ্রুত নির্বাচনের আয়োজন হোক। নির্বাচন যত বিলম্বিত হবে, ফ্যাসিবাদী শক্তি ততই শক্তিশালী হবে।”

জুলাই সনদ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “গতকাল ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে কিছু সুপারিশ দিয়েছে।

কিন্তু বিস্ময়ের বিষয়, বিএনপির নোট অব ডিসেন্ট সেখানে অন্তর্ভুক্ত করা হয়নি, যা জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণার সামিল। এসব বিষয় দ্রুত সংশোধন করা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “গৃহীত সনদ ও প্রস্তাবের উদ্দেশ্যই ছিল—একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সংসদ প্রতিষ্ঠা করা। নির্বাচনের পর সেই সংসদই প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর