মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদে থাকা ‘সুপারিশ ২৭০ দিনের মধ্যে সংস্কার পরিষদ পাস না করলে স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হবে’ - এমন বিধান সম্পূর্ণ হাস্যকর।
পরীক্ষায় অটোপাসের মতো বিষয় সংবিধানে অন্তর্ভুক্ত করা যায় না। জাতীয় ঐকমত্য কমিশন নিজেদের দায়মুক্তির জন্যই এমন প্রস্তাব দিয়েছে বলে মন্তব্য করেন ত
তিনি বলেন, “বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে জোটবদ্ধ নির্বাচন করা যেতে পারে, তবে প্রতিটি দলের নিজস্ব প্রতীকে অংশগ্রহণের সুযোগ থাকা উচিত। এ বিষয়ে আরপিওর আগের বিধান বহাল রাখার অনুরোধ জানিয়েছি।” আইন উপদেষ্টা জানিয়েছেন, বিষয়টি উপদেষ্টা পরিষদের সঙ্গে আলোচনা করা হবে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “ঐকমত্য কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে— এজন্য তাদের ধন্যবাদ জানাই। তবে প্রতিবেদনের কিছু অংশে অনৈক্যের জায়গা তৈরি হয়েছে, যার সঙ্গে বিএনপি একমত নয়।”
তিনি জানান, ঐকমত্য কমিশনের অনেক প্রস্তাব বিএনপির সঙ্গে আলোচনাবিহীনভাবে দেওয়া হয়েছে। “দু-এক দিনের মধ্যেই এ বিষয়ে বিএনপি তাদের আনুষ্ঠানিক মতামত জানাবে,” বলেন তিনি।
বিএনপি-এনসিপি জোটবদ্ধভাবে নির্বাচন করবে কি না, এ বিষয়ে প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, “এখনই সে বিষয়ে কিছু বলার সময় আসেনি।”
এর আগে বিকেল ৪টার দিকে সালাহউদ্দিন আহমদসহ বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেন।
দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সংবলিত সুপারিশপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ সময় উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: