[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৫ কার্তিক ১৪৩২

দুই-তৃতীয়াংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত বিএনপির

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫ ১২:০০ এএম

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত করেছে।

খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে এসব প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে। এর আগে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কয়েক দফায় মতবিনিময় সম্পন্ন করেছে দলের নীতিনির্ধারকরা।

রোববার (২৭ অক্টোবর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি মতবিনিময় করেন সাংগঠনিক বিভাগ চট্টগ্রাম, রংপুর, কুমিল্লা, ফরিদপুর ও ময়মনসিংহের প্রায় চার শতাধিক মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে। বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র যুগ্ম মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা।

বৈঠকে অংশ নেওয়া বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, “প্রতিটি আসনে একাধিক ক্লিন ইমেজের সম্ভাব্য প্রার্থীর তালিকা বিএনপির হাতে রয়েছে। কয়েক ধাপে যাচাই-বাছাই শেষে প্রায় দুই-তৃতীয়াংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত হয়েছে।”

তিনি আরও জানান, তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন—দল যাকে মনোনয়ন দেবে, সবাইকে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বৈঠকে মনোনয়নপ্রত্যাশীদের জন্য কিছু নির্দেশনাও দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—

  • আসনভিত্তিক একাধিক প্রার্থী থাকলেও মনোনীত প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে কাজ করতে হবে।
  • চূড়ান্ত মনোনয়ন পাওয়া প্রার্থীকে বঞ্চিত প্রার্থীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে।
  • ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
  • শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি নেতারা জানান, ধাপে ধাপে বাকি আসনগুলোতেও প্রার্থী চূড়ান্ত করে শিগগিরই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে দলটি। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর