[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৫ কার্তিক ১৪৩২

জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে: সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫ ৮:৫৫ পিএম

সংগৃহীত ছবি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বহু প্রতীক্ষার পর স্বাধীনভাবে ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছে দেশের জনগণ।

তাই এবারের নির্বাচনে জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে, জনগণই নিজেদের ভোটের অধিকার রক্ষা করবে।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “নির্বাচনে রাজনৈতিক দল ও জনগণই প্রধান অংশীজন। নির্বাচন কমিশন শুধু নির্বাচন পরিচালনা করে, আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা রক্ষা করে এবং সরকারের দায়িত্ব থাকে স্বাভাবিক প্রশাসনিক সহায়তা দেওয়া। সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে বলে আমরা আশাবাদী।”

তিনি আরও বলেন, “বিএনপির অঙ্গীকার ছিল— ফ্যাসিবাদের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যেই আন্দোলনরত সব দল নির্বাচনে জয়ী হলে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সরকার গঠন করা হবে। এর মধ্য দিয়ে বিএনপি তার ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করবে।”

বিএনপি নেতা জানান, ৩১ দফার অনেকগুলোতেই বিভিন্ন সংস্কার কমিশন গঠনের কথা বলা হয়েছে। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার কিছু কমিশন গঠন করেছে, তবে সেগুলো যথেষ্ট নয় বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, “বিএনপি দায়িত্ব পেলে সংস্কার কমিশনগুলো পুনর্গঠন করা হবে। এসব কমিশন পুরো জাতির জন্য উন্মুক্ত থাকবে— শিক্ষক, ছাত্র, শ্রমিক, পেশাজীবীসহ সব শ্রেণির মানুষের কাছ থেকে প্রস্তাব আহ্বান করা হবে। রাষ্ট্র, সমাজ ও গণতন্ত্রের জন্য যা প্রয়োজন, জনগণের কাছ থেকে পাওয়া প্রতিটি গঠনমূলক প্রস্তাবই গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।”

সংক্ষেপে, সালাহউদ্দিন আহমেদের মতে— সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে জনগণ নিজেই, আর নির্বাচনের পর গণতান্ত্রিক সংস্কারের পথেও জনগণই হবে মূল শক্তি

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর