বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “এ দেশে এখন এমন অনেক রাজনৈতিক দল আছে, যারা শেখ হাসিনার মতোই মিথ্যাচার আর ভণ্ডামিতে লিপ্ত।
কেউ বলেন, তারা মানুষকে জান্নাতে নিয়ে যাবেন, কেউ আবার জান্নাতের হুরপরি পাইয়ে দেবেন—এমন সব অবাস্তব প্রতিশ্রুতি দিচ্ছেন শুধু ভোট পাওয়ার আশায়।”
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, “শেখ হাসিনা ও তার মন্ত্রীরা জনগণের ঘামঝরা টাকায় গড়া বিদ্যুৎ, পদ্মা সেতু ও অন্যান্য অবকাঠামো প্রকল্পে লোপাট আর হরিলুটের মহোৎসব চালিয়েছেন। প্রধানমন্ত্রী নিজে ও তার পরিবারের সদস্যরা বিদেশে বিলাসী জীবনযাপন করছেন, আর দেশের মানুষ দারিদ্র্য আর বেকারত্বে জর্জরিত।”
তিনি আরও বলেন, “ধানমন্ডিতে শেখ হাসিনার বাড়ি, শেখ রেহানারও বাড়ি রয়েছে। তারপরও পূর্বাচলে ৬০ কাঠা জমি—সবই শেখ হাসিনা ও শেখ রেহানার সন্তানদের নামে। এমনকি শেখ হাসিনার এক ভাগ্নি যুক্তরাজ্যের নাগরিক এবং সেখানে এমপি পদেও আছেন। তাহলে তার এত সম্পত্তি বাংলাদেশে কেন? ইংল্যান্ডে তো রাজনীতিবিদদের জবাবদিহি করতে হয়। এই বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে, যা নিয়ে সরকারজুড়ে অস্বস্তি বিরাজ করছে।”
রিজভীর অভিযোগ, শেখ হাসিনা এখন নানা কৌশলে দেশের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টি করতে চাইছেন। তিনি বলেন, “একদিকে সরকার শান্তির কথা বলে, অন্যদিকে দেশে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে—মিরপুরের রাসায়নিক গুদামে ১৬ জনের মৃত্যু, বিমানবন্দরে আগুন, লঞ্চ দুর্ঘটনা, চট্টগ্রামে অগ্নিকাণ্ড—এসব কাকতালীয় নয়, এর পেছনে গভীর ষড়যন্ত্রের গন্ধ রয়েছে।”
তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বিভিন্ন অঞ্চলের অসহায় মানুষ ও শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নিচ্ছেন এবং নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন তাদের পাশে দাঁড়াতে। তার নেতৃত্বে বিএনপি এখন মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম।
এসআর
মন্তব্য করুন: