জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আজ শনিবার ঢাকাসহ দেশের সব মহানগর ও বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল।
অংশগ্রহণকারী অন্যান্য দলগুলো হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।
গত রবিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। দাবি আদায় না হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের হুঁশনি দিয়েছে দলগুলো।
শনিবারের কর্মসূচি সফল করতে শুক্রবার এক যৌথ বিবৃতিতে সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের বিক্ষোভে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
দলগুলোর পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—
১️⃣ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন,
২️⃣ আগামী জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতি চালু,
৩️⃣ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবার জন্য সমান সুযোগ তৈরি,
৪️⃣ ফ্যাসিবাদী সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার,
৫️⃣ স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
এর আগে গত ২০ অক্টোবর রাজধানীতে অনুরূপ বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে এই জোটভুক্ত দলগুলো।
এসআর
মন্তব্য করুন: