[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৫ কার্তিক ১৪৩২

নাম বদলে বাগছাস এখন ‘জাতীয় ছাত্রশক্তি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫ ২:০৮ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) নাম পরিবর্তন করে এখন ‘জাতীয় ছাত্রশক্তি’ নামকরণ করা হয়েছে।

পূর্বে স্বতন্ত্রভাবে পরিচালিত এই সংগঠনটিকে এখন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ের আবু সাঈদ কনভেনশন হলে অনুষ্ঠিত ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণ’ বিষয়ক জাতীয় সমন্বয় সভায় এ ঘোষণা দেওয়া হয়। তবে সভায় নতুন কমিটি ঘোষণার কথা থাকলেও তা স্থগিত রাখা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্যসচিব জাহিদ আহসান প্রমুখ।

সভায় বক্তব্যে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, “জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলেই এনসিপি স্বাক্ষর করবে।” একই সঙ্গে তিনি অতীতের মতো ক্যাম্পাসে ‘ভয়ের সংস্কৃতি’ যাতে না ফেরে, সে বিষয়ে ছাত্রসংগঠনকে সতর্ক থাকার আহ্বান জানান।

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে জনগণের মধ্যে অসন্তোষ রয়েছে। এটি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রত্যাশা অনুযায়ী করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ সময় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানান, শিগগিরই সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন করা হবে। তিনি বলেন, “আমরা ব্যক্তিনির্ভর রাজনীতি করব না, যোগ্য ও বিশ্বস্ত নেতৃত্বের মাধ্যমেই দল এগিয়ে যাবে।”

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আত্মপ্রকাশ করে গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ স্লোগান নিয়ে সংগঠনটি দলীয় প্রভাবমুক্ত, গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচন ও সদস্যদের চাঁদায় পরিচালিত একটি ছাত্রসংগঠন গঠনের ঘোষণা দিয়েছিল। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর