[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৫ কার্তিক ১৪৩২

জুলাই গণঅভ্যুত্থানের প্রধান শিক্ষা হলো পরিবর্তন: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫ ৩:৫৮ পিএম

সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশোত্তর বাংলাদেশের প্রধান শিক্ষা হলো পরিবর্তন।

নতুন  প্রজন্মের ভাবনা ও ক্রিয়াশীলতাকে গুরুত্ব দিতে হবে। এজন্য তিনি ইতোমধ্যেই বিভিন্ন সভা ও সেমিনারের মাধ্যমে তরুণদের মতামত সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে ‘চব্বিশোত্তর বাংলাদেশে তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

তিনি বলেন,

“সবক্ষেত্রে মেধা, জ্ঞান ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে হবে। শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা তরুণদের শিক্ষায় গঠনমূলক ভূমিকা রাখেন। বিশ্ববিদ্যালয় গবেষণাধর্মী ও মুক্তবুদ্ধির চর্চার কেন্দ্র হতে হবে। শিক্ষার দৃষ্টিভঙ্গি এবং ব্যবহার পরিবর্তন করে কর্মমুখী ও সময়োপযোগী কারিকুলাম চালু করতে হবে।”

সালাহউদ্দিন আরও বলেন,

“আমাদের জনসংখ্যার জন্য কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। শুধু সরকারের ওপর নির্ভরশীল হলে চলবে না; আত্মনির্ভরশীল হয়ে নিজ উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের পর প্রত্যাশিত পরিবর্তন সর্বত্র বাস্তবায়িত হতে হবে। মানসিক সংস্কার ছাড়া আইনি বা প্রশাসনিক সংস্কার কার্যকর হবে না।”

তিনি এও উল্লেখ করেন,

“জাতীয় নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ নিয়ে গণভোট হতে পারে। এখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আইনি কাঠামোর মধ্যে এটি বাস্তবায়নের জন্য প্রজ্ঞাপন জারি করতে পারেন। সব সিদ্ধান্ত বাস্তবতার ভিত্তিতে ও আইন অনুসারে হওয়া উচিত।”

সেমিনারে অন্যান্য অতিথির মধ্যে ছিলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতার হোসেন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, জাতিসংঘের সাবেক চিফ অব স্টাফ রেহান এ আসাদ।

ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন,

“গত কয়েক দশকে শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। নতুন বাংলাদেশের তরুণদের জন্য কর্মসংস্থানমুখী, বিজ্ঞানভিত্তিক ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিকভাবে দেশের অবস্থান পুনঃস্থাপন করতে শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন করা অপরিহার্য।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর