[email protected] বৃহঃস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
৮ কার্তিক ১৪৩২

বিসিএস নিয়ে ৪ দফা দাবি প্রধান উপদেষ্টার কাছে এনসিপির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫ ২:০৫ এএম

সংগৃহীত ছবি

বিসিএস চাকরি প্রত্যাশীদের চার দফা দাবি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে উপস্থাপন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (২২ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির একটি প্রতিনিধি দল। সেখানে অন্যান্য আলোচনার পাশাপাশি বিসিএস–সংক্রান্ত দাবিগুলোও তুলে ধরা হয়।

বুধবার দিবাগত রাতে এনসিপির যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দাবিগুলোর বিস্তারিত উল্লেখ করা হয়। দাবিগুলোর মধ্যে প্রধান দাবি হলো, ‘নন–ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) (সংশোধন) বিধিমালা, ২০২৫’—যা ২০২৩ সালের নন–ক্যাডার বিধির সংশোধিত রূপ—অবিলম্বে প্রধান উপদেষ্টার স্বাক্ষর ও অনুমোদনের মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করা। এতে নন–ক্যাডার নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে বলে দাবি জানায় দলটি।

এছাড়া, ২০২৩ সালের নন–ক্যাডার বিধির সংশোধন প্রক্রিয়া দ্রুত শেষ করে চলমান ৪৪তম, ৪৫তম, ৪৬তম ও ৪৭তম বিসিএস থেকে সর্বোচ্চ সংখ্যক প্রার্থীকে নন–ক্যাডার পদে সুপারিশের ধারা অব্যাহত রাখার আহ্বান জানায় এনসিপি। একই সঙ্গে ৪৪তম বিসিএস পুনর্মূল্যায়ন বিধি সংশোধন করে তা দ্রুত স্বাক্ষর ও গেজেট প্রকাশের দাবি জানানো হয়।

দলটি আরও দাবি জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে পিএসসিকে ৪৩তম বিসিএসের নন–ক্যাডার প্রার্থীদের জন্য অধিযাচিত পদে দ্রুত সুপারিশ সম্পন্ন করতে হবে।

ফেসবুক পোস্টে এনসিপি জানায়, গণঅভ্যুত্থান থেকে উদ্ভূত তারুণ্যনির্ভর রাজনৈতিক দল হিসেবে তারা চাকরিক্ষেত্রে একটি স্বচ্ছ, নিয়মতান্ত্রিক ও পরীক্ষার্থীবান্ধব ব্যবস্থা গড়ে তুলতে চায়। সেই ধারাবাহিকতায় এনসিপি সবসময়ই চাকরি প্রার্থীদের যৌক্তিক দাবির পক্ষে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর