[email protected] বৃহঃস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
৮ কার্তিক ১৪৩২

এই মুহূর্তে নির্বাচন কমিশনের পুনর্গঠন প্রয়োজন : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫ ৯:১৮ পিএম

সংগৃহীত ছবি

এই মুহূর্তে নির্বাচন কমিশনের পুনর্গঠন জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া ও বর্তমান আচরণ আমাদের কাছে নিরপেক্ষ মনে হচ্ছে না। এটি স্বচ্ছও নয়।”

নাহিদ ইসলাম আরও বলেন, “নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যেভাবে দায়িত্ব পালন করার কথা ছিল, সেটি তারা করছে না। কিছু রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব এবং অন্য দলের প্রতি বিমাতাসুলভ আচরণ পরিলক্ষিত হচ্ছে।”

তিনি অভিযোগ করেন, অতীত সময়ে কমিশনের নেওয়া কিছু পদক্ষেপেও সেই পক্ষপাতের প্রতিফলন দেখা গেছে। “একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন অপরিহার্য,” উল্লেখ করে তিনি বলেন, “যদি কমিশন নিরপেক্ষ না হয়, তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আর সুষ্ঠু নির্বাচন ছাড়া একটি গ্রহণযোগ্য সরকার গঠনও সম্ভব নয়। তাই আমরা মনে করি, এই মুহূর্তে নির্বাচন কমিশনের পুনর্গঠন প্রয়োজন।”

ঐতিহাসিক জুলাই সনদ বিষয়ে দলটির অবস্থানও তুলে ধরেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে নিশ্চয়তা পাওয়ার পরই আমরা স্বাক্ষর করব। কেবল কাগজে স্বাক্ষর করার মধ্যে আমরা বিশ্বাসী নই।”

তিনি আরও জানান, “জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি অংশ নেয়নি। এ বিষয়ে আমরা আমাদের অবস্থান সরকার ও ঐকমত্য কমিশনের কাছেও স্পষ্ট করেছি। আমরা চাই, সনদটি বাস্তবায়নের নিশ্চয়তা থাকুক, কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থাকুক।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর