[email protected] বৃহঃস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
৮ কার্তিক ১৪৩২

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫ ৭:১২ পিএম

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দলটির প্রতিনিধিদল প্রবেশ করে বৈঠকে অংশ নেয়।

জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন—

  • জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার,
  • সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম,
  • সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন,

“বুধবার সন্ধ্যা ৬টায় জামায়াতের ৫ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে।”

এই বৈঠকটি রাজনৈতিক সংলাপের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। এর আগে বিকেল সাড়ে ৫টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে।

এনসিপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রতিনিধি দলে ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা এবং খালেদ সাইফুল্লাহ।

বৈঠকের আগে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন জানান,

“প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে আমাদের প্রতিনিধি দল যমুনায় যাবে।”

এর আগের দিন, মঙ্গলবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে।

রাজনৈতিক সংলাপের এই ধারাবাহিকতাকে পর্যবেক্ষকরা দেখছেন আগামী জাতীয় নির্বাচনের প্রস্ত্ততি ও রাজনৈতিক ঐক্য গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর