রাজনৈতিক সংলাপের ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মিলিত হয়।
এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন,
“প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যমুনায় গেছে।”
এর কিছু পরই, সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান,
“বুধবার সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে জামায়াতে ইসলামী নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবে।”
এর আগে, মঙ্গলবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে।
বর্তমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছেন। এসব আলোচনায় আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ, রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রশাসনিক সমন্বয় নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।
এসআর
মন্তব্য করুন: