[email protected] বৃহঃস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
৮ কার্তিক ১৪৩২

চলতি মাসেই দুই শতাধিক আসনে প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫ ১২:২০ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি অক্টোবর মাসের মধ্যেই দুই শতাধিক আসনে দলীয় প্রার্থিতা চূড়ান্ত করতে যাচ্ছে বিএনপি।

দলীয় সূত্র জানায়, কোন আসনে কে প্রার্থী হবেন—তা অক্টোবরের মধ্যেই জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ, নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থীদের ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হবে।

সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৈঠকে স্থায়ী কমিটির কয়েকজন সদস্যের মত ছিল—তৃণমূলে বিভ্রান্তি এড়াতে প্রার্থিতার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা উচিত। তাদের মতে, আনুষ্ঠানিক ঘোষণা না এলে মাঠে প্রার্থীরা পিছিয়ে পড়তে পারেন।

আওয়ামী লীগ বর্তমানে ‘কার্যক্রম নিষিদ্ধ’ অবস্থায় নির্বাচনের মাঠে না থাকায় বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতে ইসলামীকে দেখা হচ্ছে। জামায়াত ইতিমধ্যে বেশিরভাগ আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং মাঠে সক্রিয় রয়েছে। অন্যদিকে, বিএনপির এখনো অনেক আসনে একাধিক প্রার্থী মাঠে থাকায় তৃণমূলে দ্বিধা ও প্রতিযোগিতা তৈরি হয়েছে।
এ অবস্থায় দলের সাংগঠনিক সম্পাদকরা গত মাসে হাইকমান্ডকে দ্রুত প্রার্থী ঘোষণা করার পরামর্শ দেন। একই পরামর্শ আসে তৃণমূল নেতাকর্মীদের দিক থেকেও

বৈঠকে আরও আলোচনা হয় নির্বাচন কমিশনের (ইসি) উদ্যোগে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরির বিষয়টি নিয়ে। অভিযোগ ওঠে, এসব কর্মকর্তার অনেকেই ছাত্রজীবনে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন, যা নির্বাচনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
বিএনপি নেতারা মনে করেন, এসব কর্মকর্তা নির্বাচনে পক্ষপাতমূলক ভূমিকা রাখতে পারেন। তাই নিরপেক্ষ ও দলনিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে প্যানেল তৈরির দাবি জানিয়েছে দলটি। এ লক্ষ্যে আজ বুধবার বিএনপি একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানাবে বলে জানা গেছে।

বিএনপি বৈঠকে স্পষ্ট করে জানায়, শুরু থেকেই ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে। নির্বাচনী সব কার্যক্রমে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সমান সুযোগ নিশ্চিত করা না গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না বলে মনে করছে দলটি।

স্থায়ী কমিটির বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সাম্প্রতিক বৈঠক নিয়েও আলোচনা হয়। বিএনপি নেতাদের অভিযোগ, সরকারের কিছু উপদেষ্টার বক্তব্য ও কার্যক্রমে নিরপেক্ষতার ঘাটতি দেখা যাচ্ছে। প্রশাসনের পদায়ন ও রদবদল নিয়েও পক্ষপাতের অভিযোগ তুলেছে দলটি।
এই উদ্বেগ জানাতেই মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর