[email protected] মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
৫ কার্তিক ১৪৩২

রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫ ৪:৪৪ পিএম

সংগৃহীত ছবি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশের রাজনীতিবিদরা ধীরে ধীরে ঐক্য হারিয়ে ফেলছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’ ম্যাগাজিন আয়োজিত এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন,

“এত বড় একটি গণঅভ্যুত্থানের পর দেশের রাজনীতি পুনর্গঠনের একটা সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন—অনেকে সরে যাচ্ছেন, বিভাজনের সুর শোনা যাচ্ছে চারদিকে। এতে আমরা অনেকেই হতাশ হচ্ছি।”

তিনি তরুণদের উদ্দেশে বলেন,

“ভবিষ্যৎ তোমাদের ডাকছে। পৃথিবী এখন প্রতিযোগিতার—যদি প্রতিযোগিতা করতে না পারো, তুমি পিছিয়ে পড়বে। নিজেকে গড়ে তুলতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে বিশ্বমানের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য।”

রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কবিতা উদ্ধৃত করে মির্জা ফখরুল বলেন, তরুণ প্রজন্মই পারে দেশকে এগিয়ে নিতে। “তোমাদের হাতেই দেশের ভবিষ্যৎ। তোমাদের প্রস্তুত হতে হবে নতুন বিশ্বের জন্য,” যোগ করেন তিনি।

শিক্ষা ব্যবস্থার মান অবনতির কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন,

“আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের। এর জন্য দায়ী রাজনীতিবিদরাই—আমরাই। এখানে শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হয়নি। ফলাফল হলো—বিএ বা এমএ পাস করেও তরুণরা বেকার ঘুরে বেড়াচ্ছে।”

তিনি আরও বলেন,

“যদি আমরা শিক্ষাব্যবস্থাকে পুনর্গঠন করে অতি মেধাবী শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষা এবং অন্যদের জন্য কারিগরি ও ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারতাম, তাহলে দেশ অনেক এগিয়ে যেত। কিন্তু এখনো যথাযথ কারিগরি শিক্ষা ও ভোকেশনাল সেন্টারের অভাব প্রকট।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মির্জা ফখরুল সফল শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর