[email protected] মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
৫ কার্তিক ১৪৩২

শিক্ষক আন্দোলনে একাত্মতা জানালেন বিএনপি নেতা এ্যানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫ ৩:৪৩ পিএম

সংগৃহীত ছবি

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবিতে চলমান আন্দোলনে একাত্মতা ও সংহতি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

সোমবার (২০ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং আন্দোলনের প্রতি সমর্থন জানান।

এর আগে সকালে, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করবেন।

সমাবেশে বক্তারা বলেন,

“বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে ফেরা হবে না।”

এর আগে, রোববার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয়, বাজেট সীমাবদ্ধতার কারণে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (কমপক্ষে দুই হাজার টাকা) প্রদান করা হবে।

তবে শিক্ষক-কর্মচারীরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখেন।
গত ৩০ সেপ্টেম্বর বাড়ি ভাড়া ভাতা ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হলেও তা প্রকাশের পরপরই শিক্ষকরা তা নাকচ করে দেন। পরে শিক্ষা মন্ত্রণালয় বাড়ি ভাড়া ভাতা ২ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পাঠায় অর্থ মন্ত্রণালয়ে।

রোববার বিকেলে রাজধানীতে ‘ভুখা মিছিল’ কর্মসূচি পালন করতে গেলে শিক্ষক-কর্মচারীরা শহীদ মিনার থেকে শিক্ষা ভবনের দিকে যাওয়ার পথে হাইকোর্টের মাজারগেট এলাকায় পুলিশ ও বিজিবির বাধার মুখে পড়েন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে তারা আবার শহীদ মিনারে ফিরে গিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন।

সন্ধ্যায় এক সমাবেশে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী ঘোষণা দেন,

“সোমবার সকাল ১০টা থেকে শিক্ষকরা আমরণ অনশন শুরু করবেন।”

তিনি আরও বলেন,

“আমরা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের আহ্বান প্রত্যাখ্যান করছি। তার প্রতি কোনো আস্থা নেই। এখন আমরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাই।”

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গত ১২ অক্টোবর থেকে আন্দোলন শুরু করেছেন। তাদের দাবি—

  • মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাতা,
  • চিকিৎসা ভাতা ৫০০ থেকে ১,৫০০ টাকা,
  • এবং উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশে বৃদ্ধি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর