[email protected] সোমবার, ২০ অক্টোবর ২০২৫
৫ কার্তিক ১৪৩২

জবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হত্যায় ছাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫ ১:০৯ এএম

সংগৃহীত ছবি

পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ আহমেদ হত্যার ঘটনায় তার এক ছাত্রীকে আটক করেছে পুলিশ।

আটককৃত ছাত্রীর নাম বর্ষা আক্তার। তিনি জুবায়েদের কাছে টিউশনি নিতেন।

রোববার (১৯ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর বংশালের নূর বক্স রোডের রৌশান ভিলা থেকে বর্ষাকে আটক করা হয়। পাশাপাশি বাড়ির অন্যান্য সদস্যদেরও নজরদারিতে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিহত জুবায়েদ আহমেদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ জানায়, টিউশনি করতে যাওয়ার পথে আরমানিটোলায় ছুরিকাঘাতে নিহত হন জুবায়েদ। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর মিডফোর্ট হাসপাতালে পাঠানো হয়।

লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, “প্রাথমিকভাবে ছাত্রীকে আটক করা হয়েছে এবং পরিবারের অন্য সদস্যদের হেফাজতে নেওয়া হয়েছে।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুইজনকে শনাক্ত করা গেছে। তাদের গ্রেপ্তারের জন্য কয়েকটি টিম মাঠে কাজ করছে। খুব শিগগিরই তাদের আটক করা সম্ভব হবে।”

এর আগে বিকেল সাড়ে চারটার দিকে আরমানিটোলার একটি বাসার সিঁড়িতে জুবায়েদকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে। পরে প্রায় ছয় ঘণ্টা ধরে পুলিশ ও পিবিআই তদন্ত চালিয়ে প্রাথমিক আলামত সংগ্রহ করে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর