বাংলাদেশ জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসসহ সমমনা কয়েকটি রাজনৈতিক দল নতুন কর্মসূচি ঘোষণা করেছে।
৫ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) এক যৌথ ঘোষণার মাধ্যমে দলগুলো এ কর্মসূচি প্রকাশ করে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী—
দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, “জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা, গণভোট ব্যবস্থা চালু, এবং অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি বাস্তবায়নসহ ৫ দফা দাবির প্রেক্ষিতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।”
এসআর
মন্তব্য করুন: