জুলাই সনদ’ স্বাক্ষরের দিনে বিক্ষোভে অংশ নেওয়া ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে দেওয়া মন্তব্যের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
নাহিদ ইসলাম বলেন,
“কিছুক্ষণ আগেই আমরা দেখেছি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন সাহেব গতকালকের ঘটনায় আহত ‘জুলাই যোদ্ধাদের’ ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে আখ্যা দিয়েছেন। আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
তিনি আরও বলেন,
“সম্ভবত তিনি তথ্য না জেনে এমনটি বলেছেন। কারণ, জুলাই অভ্যুত্থানের সময় তিনি দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না। তাই তিনি জানেন না, কারা রাজপথে ছিল, কারা বুলেটের সামনে দাঁড়িয়েছিল।”
এর আগে, শুক্রবার (১৭ অক্টোবর) সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ’ স্বাক্ষরের আগে নিজেদের দাবি অন্তর্ভুক্ত করার দাবিতে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আন্দোলনকারীরা বিক্ষোভে নামেন। পরে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায়।
শনিবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমেদ বলেন,
“জুলাই যোদ্ধাদের নামে কিছু ছাত্র নামধারী উচ্ছৃঙ্খল ব্যক্তি বিশৃঙ্খলা করেছে। এটি ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলেই মনে করি। এখানে কোনো প্রকৃত জুলাই বা অভ্যুত্থান-সংশ্লিষ্ট ব্যক্তি ছিল না।”
এই বক্তব্যের প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম আহতদের নাম উল্লেখ করে বলেন,
“আতিকুল গাজী, যার হাত কাটা গেছে—তাকে যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয়, বা শহীদ মীর মুগ্ধের বাবা, ইয়ামিনের বাবাকে যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয়—তা অত্যন্ত বেদনাদায়ক।”
নাহিদ আহ্বান জানান,
“সালাহউদ্দিন সাহেব যেন তার বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করেন, আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে ক্ষমা চান এবং তাদের সঙ্গে বসে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস শোনেন।”
এসআর
মন্তব্য করুন: