[email protected] সোমবার, ২০ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২

হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫ ১:২৮ এএম

সংগৃহীত ছবি

চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তিনি গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’তে ফেরেন। এর আগে রাত ১১টার দিকে তাঁর গাড়িবহর এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে ডিপ্লোমা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নতুন কমিটি গঠন উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ বলেন, “এভারকেয়ার হাসপাতালে থাকা অবস্থায় বেগম জিয়ার প্রয়োজনীয় সব পরীক্ষা সম্পন্ন হয়েছে। মেডিক্যাল বোর্ডের পরামর্শেই তাঁকে বাসায় নেওয়া হয়েছে। তিনি এখন আগের তুলনায় অনেকটা স্থিতিশীল অবস্থায় আছেন।”

এর আগে গত ১৫ অক্টোবর রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এরও আগে গত ২৮ আগস্ট রাতে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য একই হাসপাতালে নেওয়া হলেও সেদিন রাতেই তিনি বাসায় ফিরে আসেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর