জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “আজকের এই দিনটি প্রমাণ করে, আমাদের রাজনৈতিক দলগুলো দেশের ও জাতির প্রয়োজনে একসঙ্গে দায়িত্বশীল ভূমিকা রাখতে পারে।”
শুক্রবার (১৭ অক্টোবর) এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, যেসব দল এখনো সনদে স্বাক্ষর করেনি, তারা পরবর্তীতে আলোচনার মাধ্যমে যুক্ত হতে পারবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সনদে অংশ না নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের সঙ্গে আলোচনায় এবং ঐকমত্য কমিশনের বৈঠকগুলোতে তারা প্রায় সব বিষয়ে ইতিবাচক ছিল। কিছু বিষয়ে আলোচনা বাকি ছিল, সেটি নিয়েও পরবর্তী সময়ে বসা যেত। আমার মনে হয়, এটি তাদের বিচক্ষণতার অভাব। না হলে তারাও আজ সই করত।”
তবে এটিকে বিভক্তি হিসেবে দেখছেন না বিএনপি মহাসচিব। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “তারা ভুল বুঝতে পারবে এবং সঠিক অবস্থানে ফিরে আসবে।”
বিতর্ক থেকে মুক্ত থাকা সম্ভব কিনা—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “বিতর্ক কোনো দেশেই কখনো পুরোপুরি দূর হয় না। আমাদের সমাজেও বিতর্ক প্রিয়তা রয়েছে। তবুও যা হয়েছে, তা নিঃসন্দেহে একটি বড় অর্জন।”
তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়নের পথে সামনে আরও আলোচনা ও পর্যালোচনা হবে।
এসআর
মন্তব্য করুন: