[email protected] সোমবার, ২০ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২

কিছু কিছু দল ডিস্টার্ব করছে, আমরা নজর রাখছি: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫ ৭:২৬ পিএম

সংগৃহীত ছবি

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নেওয়া কয়েকটি রাজনৈতিক দলের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “কিছু কিছু দল ডিস্টার্ব করছে, তবে তারা সব সময়ই এমনটা করে।

আমরা নজর রাখছি।”শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, “আমরা আশা করছি, গণতান্ত্রিক উত্তরণের পথে আজকের এই উদ্যোগ একটি বড় অগ্রগতি হবে। কিছু কিছু দল আজকের অনুষ্ঠানে অংশ নেয়নি—এটিও তাদের ডিস্টার্ব করার প্রবণতারই অংশ। তবে আমরা বিষয়টি লক্ষ্য করছি।”

তিনি আরও বলেন, “সব দলের সঙ্গে আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতেই জুলাই সনদ তৈরি হয়েছে। শেষ মুহূর্তে স্বাক্ষর অনুষ্ঠান থেকে সরে দাঁড়ানো গণতান্ত্রিক ঐক্যের জন্য ইতিবাচক নয়।”

বিকাল ৪টার দিকে শুরু হওয়া জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির কয়েকজন সদস্য অংশ নেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর