[email protected] সোমবার, ২০ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২

হাসপাতালে খালেদা জিয়া, শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫ ৬:০১ পিএম

সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, “এখন ম্যাডামের (খালেদা জিয়া) সার্বিক অবস্থা স্থিতিশীল। যে অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।”

তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পর মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পরীক্ষার ফল অনুকূলে থাকলে শিগগিরই তাকে বাসায় নেওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে বুধবার (১৬ অক্টোবর) রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে।

দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে হাসপাতালেই চলছে তার নিয়মিত চিকিৎসা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর