জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।
তিনি বলেন, “কিছু রাজনৈতিক দলের মধ্যে জুলাই সনদ নিয়ে বৈঠক বা স্বাক্ষরই জাতীয় ঐক্য নয়।”
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীতে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “জাতীয় ঐক্য মানে হচ্ছে—শ্রমিকসহ দেশের সব শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে জাতির কল্যাণে কাজ করবে।
কিন্তু বর্তমান উদ্যোগগুলোয় শ্রমিক অধিকার, স্বাস্থ্য বা সংস্কার কমিশন নিয়ে কোনো বাস্তব আলোচনা নেই। শুধু নির্বাচন নিয়েই আলাপ হচ্ছে, যেখানে গণতন্ত্রের কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা নেই।”
তিনি আরও বলেন, “আজ ঐতিহাসিক দিনে জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা চলছে।
অন্যদিকে জাতীয় শ্রমিক শক্তি রাজপথে শ্রমিক অধিকার রক্ষার আন্দোলন করছে। কলকারখানায় দুর্ঘটনায় শ্রমিকের জীবনের মূল্য মাত্র ২-৩ লাখ টাকা নির্ধারণ করা হচ্ছে—এটা অত্যন্ত অন্যায়।”
ফ্যাসিবাদী আমলে সক্রিয় মাফিয়াদের আইনের আওতায় না আনার সমালোচনা করে নাহিদ বলেন, “যারা তখন শ্রমিকদের শোষণ করেছিল, তাদের ব্যবসা এখনো সুরক্ষিত রাখা হচ্ছে।
অথচ যারা দেশের অর্থনীতি সচল রাখছে, সেই শ্রমিকদের জন্য ন্যায্য অধিকার নিশ্চিত করা হচ্ছে না।”
তিনি শ্রমিক অধিকার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক ন্যায্যতার আন্দোলনে জাতীয় শ্রমিক শক্তির পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এসআর
মন্তব্য করুন: