বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “এই সংস্কার সারা জাতির দাবি, আমরাও এর পক্ষে।
যে দলই ক্ষমতায় আসুক বা সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাক, জুলাই জাতীয় সনদের সংস্কার বাস্তবায়ন করতেই হবে।”
বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা সবাই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করব। তবে যেসব বিষয়ে ভিন্নমত বা নোট অব ডিসেন্ট আছে, সেগুলো একদম স্পষ্টভাবে দফাওয়ারি উল্লেখ থাকবে—কোন বিষয়ে, কীভাবে মতভেদ রয়েছে। নোট অব ডিসেন্ট দেওয়ার এখতিয়ার নিয়েই আমরা ঐকমত্য কমিশনে আলোচনায় বসেছিলাম।”
তিনি জানান, আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর আগে প্রধান উপদেষ্টা বিভিন্ন বিষয়ে আশ্বস্ত হতে চেয়েছেন এবং সবাইকে এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে এটি “একটি ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষিত হয়।”
বিএনপি নেতা বলেন, “সব দল উপস্থিত থাকতে পারেনি, কয়েকজনই বক্তব্য দিয়েছেন। আমি আমার বক্তব্যে বলেছি—আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যেই কাজ করছি। জুলাই জাতীয় সনদ প্রণয়নসহ সব কর্মকাণ্ডের উদ্দেশ্যই হলো একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা।”
তিনি আরও বলেন, “জুলাই জাতীয় সনদের সঙ্গে নির্বাচনের সরাসরি সম্পর্ক নেই, তবে এই সংস্কার জাতির প্রত্যাশা। যে দলই ক্ষমতায় আসুক, এটি বাস্তবায়ন করতে হবে।”
গণভোট প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা চাই জনগণ গণভোটের মাধ্যমে একটি সার্বভৌম এখতিয়ার প্রদান করুক, যাতে সংসদ বাধ্য থাকে জনগণের রায়ের প্রতি। গণভোটে একটাই প্রশ্ন থাকবে—জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, জনগণ কি তার পক্ষে?”
তিনি আশা প্রকাশ করেন, “এই গণভোটে ‘না’ ভোট হাতে গোনা যাবে, কারণ পুরো জাতি সংস্কারের পক্ষে।”
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, “গণভোটের মাধ্যমে জনগণ সংসদকে এমন একটি কাঠামোগত ক্ষমতা দেবে, যার অনুবলে সংসদে গৃহীত কোনো সংস্কার বা সংশোধনী বিচার বিভাগও বাতিল করতে পারবে না—এটাই গণভোটের মূল ভিত্তি।”
সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা অপেক্ষায় আছি—১৭ অক্টোবর আমাদের ঐতিহাসিক দলিল জুলাই জাতীয় সনদ সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হবে। এরপর এটি জাতির জন্য উন্মুক্ত করা হবে। ঐকমত্য কমিশন পরবর্তীতে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সরকারের কাছে সুপারিশ পেশ করবে।”
তিনি আরও জানান, “আমরা প্রস্তাব করেছি—গণভোটের দিনই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এতে জুলাই জাতীয় সনদের সব প্রস্তাব, ঐকমত্য ও নোট অব ডিসেন্টসহ, বাস্তবায়নের পথ আরও সুগম হবে।”
এসআর
মন্তব্য করুন: