[email protected] মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
২৯ আশ্বিন ১৪৩২

যুব মহিলা লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫ ২:১৭ এএম

ফাইল ছবি

ঝালকাঠি জেলা যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সারমিন মৌসুমি কেকার (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।.

সোমবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে তার শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, কেকার মৃত্যু বিকেল ৫টার দিকে হলেও রাতের দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

মৃতদেহের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত কেকা বরিশালের সদর রোড এলাকার হিরন আহমেদ লিটুর স্ত্রী। তিনি সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ঘনিষ্ঠ ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মাজেদ বলেন, ‘রাত ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি একটি রুমের ভেতরে নারীর মরদেহ পড়ে আছে।

মৃত্যুর সময় কয়েক ঘণ্টা আগের বলে ধারণা করছি। শরীরের কিছু স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়।’

নিহতের পরিবারের অভিযোগ, কেকাকে তার শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে।

মৃত্যুর বিষয়টি গোপন রাখতে তারা কাউকে কিছু জানায়নি। অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় কেকার স্বামী লিটু রুমের সামনে রামদা হাতে বসে ছিলেন এবং কাউকে ভেতরে ঢুকতে দেননি।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর