[email protected] মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
২৮ আশ্বিন ১৪৩২

এনসিপি শাপলা প্রতীকেই নির্বাচনে অংশ নেবে : সারজিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫ ৮:৩৯ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী নির্বাচনে দলটি শাপলা প্রতীক নিয়েই অংশগ্রহণ করবে।

তিনি বলেন, এনসিপি অন্য কোনো দলের নামে বা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে না। তবে যেকোনো রাজনৈতিক এলায়েন্সে যোগ দেওয়ার সুযোগ আছে, তবুও নিজস্ব নাম ও প্রতীকের মাধ্যমে নির্বাচন করবে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জাতীয় নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে সারজিস আলম বলেন,

“ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে যারা সরাসরি গণহত্যার সঙ্গে জড়িত, তাদের বিচার দৃশ্যমান না হলে নির্বাচন পিছিয়ে যেতে পারে। আন্তর্জাতিক আদালতের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে মামলার রায় আসতে পারে। সরকার জুলাই সনদও বাস্তবায়ন করবে।”

শাপলা প্রতীকের প্রয়োজনীয়তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,

“প্রত্যেক রাজনৈতিক দলই তাদের প্রতীক পছন্দ করে। আমাদের পছন্দ শাপলা। নির্বাচন কমিশন আমাদের চাওয়া পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

চট্টগ্রাম বন্দরের তিনটি টার্মিনাল বিদেশিদের কাছে লিজ দেওয়ার বিষয়ে এনসিপির অবস্থান জানতে চাইলে তিনি বলেন,

“দেশের স্বার্থে সরকার যদি কোনো সিদ্ধান্ত নিক, রাজনৈতিক দলগুলোর নিয়ন্ত্রণমুক্ত করার উদ্দেশ্যে, এতে আমরা দ্বিমত করব না। তবে দেশের স্বার্থ ক্ষুণ্ন হলে আমরা যে কোনো সিদ্ধান্তে সমালোচনা করব।”

জেলা সমন্বয় সভায় এনসিপির যুগ্ম সদস্য সচিব ও জেলা প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান সভাপতিত্ব করেন। সভায় এনসিপি নেতা মশিউর আমীনসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর