[email protected] মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
২৮ আশ্বিন ১৪৩২

এনসিপির পক্ষ থেকে জুলাই সনদে স্বাক্ষর করবেন নাহিদ ইসলাম ও আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫ ৩:৫৪ পিএম

সংগৃহীত ছবি

চব্বিশের গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত ‘জুলাই জাতীয় সনদ–২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর (শুক্রবার)।

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেলে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

সংবিধান-সংক্রান্ত বিষয়গুলোর বাস্তবায়ন পদ্ধতি—বিশেষ করে গণভোটের সময়সূচি নিয়ে এখনো কিছু মতবিরোধ থাকলেও, বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সংশ্লিষ্ট সব দল সনদে স্বাক্ষরের জন্য দুজন করে প্রতিনিধির নাম জাতীয় ঐকমত্য কমিশনের কাছে পাঠিয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইতিমধ্যে নিজেদের প্রতিনিধিদের নাম চূড়ান্ত করেছে।
এনসিপির পক্ষ থেকে সনদে স্বাক্ষর করবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন।

এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, যিনি ঐকমত্য কমিশনের আলোচনায় দলের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছিলেন, সম্প্রতি গণমাধ্যমকে জানান—

“জুলাই সনদের চূড়ান্ত কপি আমরা এখনো পাইনি। এর বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কেও বিস্তারিত জানানো হয়নি। ঐকমত্য কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তিতেই এনসিপি তার অবস্থান নির্ধারণ করবে। যদি দল স্বাক্ষর করার সিদ্ধান্ত নেয়, তবে নাহিদ ইসলাম ও আখতার হোসেনই অনুষ্ঠানে উপস্থিত থেকে সনদে স্বাক্ষর করবেন।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর