[email protected] রবিবার, ১২ অক্টোবর ২০২৫
২৭ আশ্বিন ১৪৩২

রাজধানীতে ঝটিকা মিছিলের অভিযোগে আওয়ামী লীগের কেন্দ্রীয় দুই নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫ ৬:১৯ পিএম

সংগৃহীত ছবি

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কেন্দ্রীয় দুই নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

রাজধানীতে ঝটিকা মিছিল আয়োজন, অংশগ্রহণ ও অর্থায়নের অভিযোগে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রোববার (১২ অক্টোবর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—
স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণ ও কর্মশালাবিষয়ক সম্পাদক ওয়াহেদুল ইসলাম খান সজিব (৫২),
স্বেচ্ছাসেবক লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি এরশাদ আলী (৪৫),
সিলেট মহানগরের দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন (৩৭),
সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ (৩৬),
ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহসভাপতি মোবারক হোসেন পলক (৩২),
বাংলাদেশ আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফতুল্লা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন আকন (৫০) এবং
আওয়ামী লীগের সংগঠক মিরাজ হোসেন (২৬)।

গ্রেপ্তারের পর তাদের রোববারই আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

এদিকে, রাজধানীর পল্লবী থানাধীন বিভিন্ন এলাকায় শনিবার (১১ অক্টোবর) দিনব্যাপী

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর