[email protected] রবিবার, ১২ অক্টোবর ২০২৫
২৭ আশ্বিন ১৪৩২

পিআর নিয়ে আন্দোলনের মাধ্যমে নির্বাচন বিলম্বের চেষ্টা হচ্ছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫ ২:৫০ পিএম

সংগৃহীত ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি নিয়ে চলমান আন্দোলনের মাধ্যমেই নির্বাচন বিলম্ব ঘটানোর চেষ্টা করা হচ্ছে।

তিনি রবিবার (১২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে অনুষ্ঠিত এক স্মরণসভায় এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচন-সংক্রান্ত সংস্কার নিয়ে আলোচনা চলছে এবং সংস্কার কমিশন যে সিদ্ধান্ত বা প্রস্তাব দিচ্ছে—এর বেশিরভাগ ইস্যু আগে থেকেই বিএনপির ৩১ দফায় অন্তর্ভুক্ত রয়েছে। তিনি জানান, আগামী শুক্রবার (১৭ অক্টোবর) এসব বিষয়ে একটি সনদে স্বাক্ষর করা হবে এবং যেসব বিষয়ে একমত না হওয়া যায়, সেগুলো নির্বাচনকালীন ম্যান্ডেটের মাধ্যমে সমাধান করার পক্ষে তারা থাকবে।

নতুন পিআর পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, “পিআর নিয়ে জনগণের কাছে আদৌ কোনো ধারণা আছে কি না—তা নিয়ে প্রশ্ন আছে। এটি সংস্কার কমিশন আনেনি; কিছু রাজনৈতিক দল এ প্রস্তাব আমলে এনেছে। পিআর নিয়ে যে আলোচনা ও আন্দোলন চলছে তার আসল উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা।” তিনি আরও যোগ করেন, জনগণ পিআর চাপ দিয়ে মেনে নেবে না।

বিএনপি মহাসচিব আরও বলেন, জনগণ এমন একটি নির্বাচন প্রত্যাশা করে যা তাদেরকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে এনে তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণে সক্ষম করবে। তিনি উল্লেখ করেন, মাত্র ১৪ মাসে রাতারাতি কোনো বাস্তব ও স্থায়ী সংস্কার কার্যকর করা সম্ভব—এ ধরনের ধারণা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।

চূড়ান্তভাবে তিনি বলেন, “বিএনপি একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যাশা রাখে। নির্বাচন হবে এবং জনগণ পরীক্ষিত দলকেই বেছে নিবে।” পাশাপাশি জনগণের হাতে প্রাপ্ত গণতান্ত্রিক সুযোগ রক্ষার অনুরোধ জানিয়ে তিনি বলেন, কিছু মহল ইতিহাস ভুলিয়ে দিতে চাইছে—তবে সেসব ষড়যন্ত্র মোকাবিলার শক্তি দেশের মানুষের মধ্যেই আছে। একাত্তরের স্মরণ করে তিনি দেশ নিয়ে আশা রাখারও কথা বলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর