[email protected] রবিবার, ১২ অক্টোবর ২০২৫
২৭ আশ্বিন ১৪৩২

বৃহত্তর রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনে ৯ দলের আলোচনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫ ১১:৩৪ এএম

সংগৃহীত ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগে বৈঠক করেছে গণতন্ত্র মঞ্চভুক্ত ছয় দল, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদ।

বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দল–জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেওয়া নেতারা নির্বাচনে অংশগ্রহণের কৌশল, আসন সমঝোতা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

গণতন্ত্র মঞ্চের শরিকদের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, জেএসডির সহসভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূমসহ বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতারা।

এছাড়া এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, গণঅধিকার পরিষদের মুখপাত্র ও সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, সাধারণ সম্পাদক রাশেদ খান এবং কেন্দ্রীয় নেতা হাসান আল মামুন বৈঠকে উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনে অংশগ্রহণের রূপরেখা ও আসন সমঝোতার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়। তবে গণতন্ত্র মঞ্চের নেতারা জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তাদের জোটগত বৈঠকে।

গণতন্ত্র মঞ্চের এক নেতা বলেন,

“আমরা বিএনপির সঙ্গে ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে যুগপৎ আন্দোলনে ছিলাম এবং এখনো আছি। তাই বৃহত্তর প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার বিষয়ে আরও আলোচনা প্রয়োজন।”

ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু শনিবার যুগান্তরকে বলেন,

“নয়টি দল নিয়ে বৃহত্তর একটি প্ল্যাটফর্ম গঠনের বিষয়ে আমরা আলোচনা করেছি। নির্বাচন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবসহ দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়েছে। তবে এ বিষয়ে আরও আলোচনা প্রয়োজন।”

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে গণতন্ত্র মঞ্চ ১৩৮টি আসনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করে। এর আগে ২৭ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচায় নাগরিক ঐক্যের কার্যালয়ে জোটের পরিচালনা পরিষদের বৈঠকে প্রার্থী তালিকা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।

গণতন্ত্র মঞ্চের ছয় দল—জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, ভাসানী জনশক্তি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন—আগে নিজ নিজ প্রাথমিক তালিকা তৈরি করে। পরে যাচাই-বাছাই শেষে ১৩৮ আসনের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। মঞ্চের নেতারা জানিয়েছেন, ধীরে ধীরে ৩০০ আসনেই প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর