[email protected] রবিবার, ১২ অক্টোবর ২০২৫
২৬ আশ্বিন ১৪৩২

এনসিপির ‘পলিসি ও রিসার্চ উইং’ গঠন: নেতৃত্বে খালেদ সাইফুল্লাহ ও মুশফিক উস সালেহীন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫ ১১:২৮ পিএম

সংগৃহীত ছবি

দলের নীতিনির্ধারণ ও গবেষণামূলক কর্মকাণ্ডকে আরও প্রাতিষ্ঠানিক ও কাঠামোবদ্ধ করতে ‘পলিসি ও রিসার্চ উইং’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (১১ অক্টোবর) দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলের সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুমোদনে গঠিত এই নতুন ইউনিটের নেতৃত্বে থাকছেন খালেদ সাইফুল্লাহ ও মুশফিক উস সালেহীন।

চিঠিতে বলা হয়, দেশের সমসাময়িক রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে গবেষণা, নীতিগত সুপারিশ তৈরি, দলীয় ইশতেহার প্রণয়ন এবং দীর্ঘমেয়াদি নীতি কাঠামো উন্নয়নে এই উইং সক্রিয় ভূমিকা রাখবে।

উইংয়ের অন্যান্য সদস্যরা হলেন— সারোয়ার তুষার, সুলতান মোহাম্মদ জাকারিয়া, আশরাফ উদ্দিন মাহদি, অর্পিতা শ্যামা দেব, জাবেদ রাসিন, এহতেশাম হক, সালেহ উদ্দিন সিফাত, আলাউদ্দীন মোহাম্মদ, তানহা শান্তা, তাওহিদ তানজিম ও তারিক আদনান মুন।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এনসিপির ঘোষিত ‘দ্বিতীয় প্রজাতন্ত্র’ ও ‘নতুন বাংলাদেশ’ গঠনের লক্ষ্য বাস্তবায়নে বাস্তবসম্মত নীতি প্রণয়ন এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা তৈরিই এই উইংয়ের মূল দায়িত্ব হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর