[email protected] শনিবার, ১১ অক্টোবর ২০২৫
২৬ আশ্বিন ১৪৩২

একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবেই সরকার গঠন করবে এনসিপি: হাসনাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫ ১:০৮ এএম

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জনগণের সমর্থন নিয়েই একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে এনসিপি সরকার গঠন করবে।

তিনি বলেন,

“আমাদের ‘চিলড্রেন পার্টি’ বলা হয়েছে। কিন্তু আমরা ধৈর্য ধরে কাজ করছি। দুই বছর লাগুক বা বিশ বছর—জনগণকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ আমরা সংসদে যাব, একদিন একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবেই সরকার গঠন করব। একদিনে হয় না, কিন্তু একদিন ঠিকই হয়।”

শুক্রবার রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী এলাকায় ‘উঠানে রাজনীতি’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, গত ১৬ বছরে বিএনপি ও জামায়াত সবচেয়ে বেশি গুম-খুনের শিকার হয়েছে। কিন্তু ৫ আগস্টের পর থেকে এ বিষয়ে তারা কোনো অবস্থান নিচ্ছে না। তিনি প্রশ্ন তোলেন,

“যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তাদের নিয়ে এখন কেন কেউ মুখ খুলছে না?”

তিনি আরও বলেন, অতীতের নির্বাচনে প্রহসন হয়েছে, জনগণের সঙ্গে তামাশা করা হয়েছে।

“মরা মানুষ কবর থেকে উঠে ভোট দিয়েছে, কালো টাকা দিয়ে আগের রাতে ভোটার আইডি কেনা হয়েছে। এসব অনিয়মের বিরুদ্ধে জনগণকে জাগিয়ে তুলতে হবে।”

এনসিপির এই নেতা সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে ‘দালালমুক্ত’ করার আহ্বান জানিয়ে বলেন,

“ভূমি অফিস, ইউনিয়ন পরিষদসহ সরকারি প্রতিষ্ঠানে দালালি বন্ধ করতে হবে। সরকারি নির্ধারিত ফি ছাড়া কেউ এক টাকাও ঘুষ দেবেন না।”

এদিন তিনি বেশ কয়েকটি পথসভা, গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন। এসব কর্মসূচিতে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের দলীয় নেতাকর্মীরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর