বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কোনো অবস্থাতেই পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয়। জনগণের মতামত উপেক্ষা করে দলীয় স্বার্থে কোনো নির্বাচন পদ্ধতি চাপিয়ে দেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর স্মরণসভায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডা. জাহিদ বলেন, “যারা নতুন নতুন পদ্ধতির কথা বলে গণতন্ত্রকে প্রলম্বিত করার চেষ্টা করছেন, তারা জনগণের কাছে যান—বাংলাদেশের মানুষ সরাসরি ভোট দিতে অভ্যস্ত। সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ আছে, জনগণ সরাসরি ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবে।”
তিনি আরও বলেন, “যেসব দল পিআর পদ্ধতির কথা বলছে, তারা চাইলে নির্বাচনী ইশতেহারে তা অন্তর্ভুক্ত করতে পারে। কিন্তু জনগণ ভোটের মাধ্যমে দায়িত্ব না দিলে কোনো দল এ পদ্ধতি বাস্তবায়ন করতে পারে না। বিএনপি মনে করে বর্তমান পরিস্থিতিতে প্রচলিত ভোট পদ্ধতিতেই নির্বাচন হওয়া উচিত।”
নির্বাচনে প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, যেখানে হাজার হাজার যোগ্য প্রার্থী রয়েছে। দলের চেয়ারম্যানের নেতৃত্বে পার্লামেন্টারি বোর্ড যথাসময়ে প্রার্থী চূড়ান্ত করবে। নির্বাচনী তফসিল ঘোষণার পরই প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।”
আসন্ন নির্বাচনের সময়সূচি নিয়ে তিনি বলেন, “প্রধান উপদেষ্টার ঘোষণামতে মধ্য ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা বিশ্বাস করি। নির্বাচন কমিশন যে রোডম্যাপ দিয়েছে, আমরা সেটিকে সমর্থন করি এবং প্রয়োজনীয় সহযোগিতা করব।”
এ সময় বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, “অন্য দলের প্রতীক নিয়ে আপত্তি জানানো শোভনীয় নয়। নিজেদের দাবি তারা জানাতে পারে, তবে প্রতীক অনুমোদনের বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার।”
রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলামসহ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
এসআর
মন্তব্য করুন: