রাজধানী, আগারগাঁও বৃহস্পতিবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে দুই ঘণ্টার বৈঠকের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেছেন, দলটি শাপলা প্রতীক ছাড়া নিবন্ধন গ্রহণ করবে না।
নাসীরুদ্দীন আরও জানান, নির্বাচন কমিশন কেন শাপলা প্রতীক দিচ্ছে না—এ বিষয়ে কমিশন থেকে কোনো সন্তোষজনক আইনি বা রাজনৈতিক ব্যাখ্যা পাওয়া যায়নি। তিনি সতর্ক করে বলেন, “এ ধরনের সিদ্ধান্ত নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করলে এর দায়一定ভাবে নির্বাচন কমিশনের ওপরও বর্তাবে।”
দলের পক্ষে তিনি প্রতিশ্রুতি দেন, “অধিকারের বিষয়টি নিয়ে আপস করা হবে না। শাপলা ছাড়া আমরা নিবন্ধনে যাবো না; এবং নিবন্ধন ব্যতিরেকে কিভাবে নির্বাচনে অংশ নেব—এটাও প্রশ্নসহ।”
নাসীরুদ্দীন পাটওয়ারী শেষ পর্যন্ত বলেন, শাপলা প্রতীক পেতে গণতান্ত্রিক লড়াই চালিয়ে যেতে কোনো ছাড় নেই।
এসআর
মন্তব্য করুন: