পাঁচ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এর মধ্যে আগামী শুক্রবার (১০ অক্টোবর) দেশব্যাপী গণমিছিল এবং রোববার (১২ অক্টোবর) সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি প্রদান করবে দলটি।
বুধবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে এসব কর্মসূচি সফল করার আহ্বান জানান জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে তিনি বলেন, “আমরা বরাবরই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত পরিবেশে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছি।
কিন্তু সরকার যদি জামায়াতে ইসলামী ঘোষিত পাঁচ দফা গণদাবি উপেক্ষা করে এবং তা বাস্তবায়নের উদ্যোগ না নেয়, তাহলে জনগণ তাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন আরও জোরদার করতে বাধ্য হবে।”
তিনি আরও জানান, দ্বিতীয় দফায় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১০ অক্টোবর রাজধানীসহ দেশের সকল বিভাগীয় শহরে গণমিছিল অনুষ্ঠিত হবে এবং ১২ অক্টোবর দেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হবে।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সংগঠনের নেতাকর্মীসহ দেশবাসীকে এসব কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে বলেন, “জুলাই জাতীয় সনদের আলোকে জাতীয় নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা গণদাবি বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে হবে।
এসআর
মন্তব্য করুন: